ডিএমপি নিউজঃ রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- আবু সুফিয়ান ওরফে অপু, মোঃ সাইফুল ইসলাম ওরফে সজিব ও সাইফুল ইসলাম।
বুধবার (২০ এপ্রিল ২০২২) সন্ধ্যা ৫:৩০টায় দারুসসালাম থানার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রির জন্য দারুসসালাম থানার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালের সামনে সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১০ কেজি গাঁজাসহ অপু, সজিব ও সাইফুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।