ডিএমপি নিউজঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোছাঃ সুলতানা রাজিয়া শেফুল ও মোহাম্মদ জুয়েল মিয়া।
শনিবার (৩০ এপ্রিল ২০২২) বিকাল চারটায় মগবাজার রেলগেট এলাকা থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করে ডিবি মিরপুরের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, মগবাজার রেলগেট এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেফতার করা হয় সুলতানা রাজিয়া ও জুয়েল মিয়া নামের দুইজনকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।