ডিএমপি নিউজ: কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- জহিরুল ইসলাম, মাহিনুর আলী, কমলা ও নীলুফা। এসময় তাদের হেফাজত থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র দেশের সীমান্তবর্তী জেলা হতে বিপুল পরিমাণ গাঁজা এনে বিক্রির জন্য কদমতলী থানার জুরাইন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের কদমতলী থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।