আগামী ১০ জুলাই মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সাবেক ওপেনার শচিন টেন্ডুলকার, ভি ভিএস লক্ষন এবং গাঙ্গুলিকে নিয়ে গঠিত ক্রিকেট এডভাইজরি কমিটিকে (সিএসি) নতুন কোচ নিয়োগে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লর্ডসে ৩-৪ জুলাই এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির বৈঠকে যোগদানের উদ্দেশ্যে লন্ডন ত্যাগের আগে গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, ‘১০ জুলাই মুম্বাইয়ে সাক্ষাৎকার নেয়া হবে।’
কোচ পদে আবেদনের শেষ তারিখ ৯ জুলাই। সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রি নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। অবশ্য বিরেন্দার শেবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস সহ আরো কয়েকজনই আবেদন করেছেন।
কোন ধরনের কোচ খোঁজা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে এর আগে গাঙ্গুলি বলেছিলেন, ‘ক্রিকেট ম্যাচ জিততে পারবে এমন একজনকে নিয়োগ দেয়া হবে।’
তবে আরেকটা ক্রাইটেরিয়া হবে- যার সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সুসম্পর্ক থাকবে এবং অধিনায়কই হবেন সর্বেসর্বা।
অধিনায়ক কোহলির সঙ্গে মত পার্থক্য সৃষ্টি হওয়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পদত্যাগ করেন সাবেক কোচ অনিল কুম্বলে।