১০ নভেম্বর শেষ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা । ২৬ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ফলাফল ১৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ বছরই প্রথম প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আবেদনের জন্য ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ৪৪০ টাকা, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, ‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৪৯৫ টাকা, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৩৮৫ টাকা ও ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৩৮৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২১ বিভাগের এক হাজার ৩১৫টি আসনের বিপরীতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।