ডিএমপি নিউজঃ রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ নাদিম (৫০) ও মোঃ পাপ্পু (৩২) ।
ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, বুধবার (২৮ অক্টোবর) বংশাল থানাধীন ভেটেরিনারি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।