ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আল আমিন।
বুধবার (১৫ জুন ২০২২) বিকাল ৪:২৫ টায় ডেমরা থানার কামারগোপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা ওয়ারি বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, ডেমরা থানার কামারগোপ স্টাফ কোয়ার্টার সংলগ্ন সাফা ফার্নিচারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ আল আমিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি তার অন্যান্য সহযোগীসহ কুমিল্লা ও বি-বাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।