ডিএমপি নিউজ : রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মনির ও মোঃ হারুন অর রশিদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে জানান, রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ১০টায় আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।