ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) বংশাল থানা ১২টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সাজ্জাদ হোসেন (২৫) ও নজরুল ইসলাম (২৬)।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম ডিএমপি নিউজকে জানান, গত বছরের জুলাই মাসে জনৈক এক ভদ্র ব্যক্তির মোবাইল চুরির ঘটনায় ওই বছর থানায় একটি চুরির মামলা রুজু হয়। এই চুরির মামলাটি তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২০ মার্চ, ২০২০ বিকাল ১৭.২০ টায় বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মীর রেজাউল ইসলামের নেতৃত্বে সাজ্জাদ হোসেন (২৫) কে গ্রেফতার করা হয় এবং তার নিকট চুরি হওয়া Huawei Y9, imei- 867419035591761 মোবাইলটি উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই/ মোঃ আনোয়ার হোসেন ভূইয়া ডিএমপি নিউজকে বলেন, পরবর্তী সময়ে সাজ্জাদ হোসেন এর স্বীকারোক্তিতে অভিযান পরিচালনা করে কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকা হতে নজরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। আর তার বাসায় তল্লাশী করে বিভিন্ন মডেলের মোট ১১ (এগার) টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মডেল-
1.MI, imei-865009023280050
2. Samsung J7, imei-356425093029857, 356451093029853, 3.Walton, imei-352393076395550, 352393076395568
4. LAVA, imei-359570076406007, 359570076406015,
5. WE, imei-351562100227168, 351562100277163
6.Symphony, imei-357915080189168, 357915080189176
7. Samsung, imei-356815073561186 356816073561184
8.Samsung J5, imei-359769072011403
9. Samsung J2, imei-355316078218899, 355317078218897
10. Oppo, imei lock
11.Huawei, imei lock.