ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা থানা এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রাজিব মিয়া।
সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) সকাল ৭:১৫ টায় রমনা থানার ক্যাফে ডি-তাজ রেস্টুরেন্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, রমনা থানার ক্যাফে ডি-তাজ রেস্টুরেন্ট এর সামনে ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ রাজিবকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত রাজিব কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।