ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ১২ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পশ্চিম বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আক্তার হোসেন(২২) ও মোঃ নজরুল ইসলাম(২৪)।
গোয়েন্দা পশ্চিম বিভাগের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী ডিএমপি নিউজকে জানান, ৩ মার্চ, ২০২০ রাত ৮টায় যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু হয়েছে।