সম্প্রতি ক্রিকেটে চালু হয়েছে বদলি খেলোয়াড় খেলানোর ‘কনকাশন’ পদ্ধতি। যার মানে হলো, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার গুরুতর আহত হলে তাঁর বদলি খেলোয়াড় নামানোর অনুমতি পাওয়া যাবে। কিছুদিন আগে অ্যাশেজে প্রথম এই নিয়মের সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়া। এবার সেই নিয়মের সুবিধা পেল ওয়েস্ট ইন্ডিজও। কিন্তু এই সুবিধায় এক ইনিংসে ১২ জনকে ব্যাট করিয়ে নতুন ইতিহাসের অংশ হলো ক্যারিবীয়রা।
অ্যাশেজে ইতিহাসের প্রথম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মারনাস ল্যাবুশেন। লর্ডস টেস্টে স্টিভ স্মিথের বদলি হিসেবে মাঠের নামার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে প্রথম ইনিংসের পুরোটাই খেলেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে স্মিথের বদলি হিসেবে নামানো হয় ল্যাবুশেনকে।
ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে তা হয়নি। এক ইনিংসেই ১২ জনকে ব্যাট করার সুবিধা পায় তারা। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ড্যারেন ব্রাভো অসুস্থ হয়ে মাঠ ছাড়লে তাঁর বদলি হিসেবে ১২তম ব্যাটসম্যান হয়ে ব্যাট করেন জার্মেইন ব্ল্যাকউড। তাতে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে কোনো দল এই প্রথম এক ইনিংসে ১২ জনকে ব্যাট করানোর সুযোগ পেল। ইতিহাস গড়ার দিনে ৩৮ রানের ইনিংস খেলেন ব্ল্যাকউড।
অবশ্য ১২ জনকে ব্যাট করিয়েও শেষ পর্যন্ত জয় দেখেনি ওয়েস্ট ইন্ডিজ।
একদিন হাতে রেখেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। কিংস্টন টেস্টে ক্যারিবীয়দের হেসেখেলে হারাল অতিথিরা। ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে টেস্ট বিশ্বকাপের প্রথম সিরিজজয়ী দলের সম্মান পেল বিরাট কোহলির দল। দুই জয়ে পূর্ণ ১২০ পয়েন্ট তুলে নিয়েছে সফরকারীরা।