ডিএমপি নিউজঃ রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রুবেল হোসেন, মোঃ মাইনুদ্দিন, মোঃ রুবেল মিয়া ও মোঃ স্বপন।
তাদেরকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:৪০ টায় মিরপুরের বাউন্ডারী রোডের সেনপাড়া পর্বতা এলাকা থেকে বিপুল পরিমাণ এ গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, থানায় নিয়মিত টহল ডিউটিকালীন এসআই মোঃ নাজমুল হক সংবাদ পান যে, কতিপয় মাদক ব্যবসায়ী মিরপুরের বাউন্ডারী রোডের সেনপাড়া পর্বতা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ০৬:৪০ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল, মাইনুদ্দিন, রুবেল ও স্বপন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৩ কেজি গাঁজা ।
মিরপুর মডেল থানায় মামলা রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।