ডিএমপি নিউজ: তেরোতম সাউথ এশিয়ান গেমসের(এসএগেমস) জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।
পুলিশের আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ২৭ নভেম্বর ২০১৯ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সংবাদসম্মেলনে এই দল ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং যুগ্ম-সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম (সেবা) উপস্থিত ছিলেন।
এসএ গেমসে বাংলাদেশ জাতীয় কাবাডি দল (পুরুষ): মোঃ মাসুদ করিম, মোঃ জাকির হোসাইন, আনোয়ার হোসাইন, মোঃ সবুজ মিয়া, মোঃ আশরাফুল শেখ, মনিরুল চৌধুরী, মোঃ আব্দুল মুমিন, মোঃ ফেরদৌস শেখ, মোহাম্মদ নসির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলী, জাবেদ শেখ।
এসএ গেমসে বাংলাদেশ জাতীয় কাবাডি দল (নারী): শাহানাজ পারভীন মালেকা, শারমীন সুলতানা রিমা, রূপালী আক্তার, শ্রাবনী মুল্লিক, হাফিজা আক্তার, টুকটুকি আক্তার, দিসা মনি সরকার, লাকী আক্তার, শ্রীমতি স্বরসতী রানী রায়, বৃষ্টি বিশ্বাস, মেবি চাকমা ও রেখা আক্তারী।