রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে ১৩ মামলার আসামি ও দুই বছরের সশ্রম কারাদন্ডসহ তিনটি ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ছিনতাইকারী মো. মিরাজ হোসেন (২৯) কে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:৫০ ঘটিকায় চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইকারী মিরাজ ইসলামবাগ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিরাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মিরাজ সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত মিরাজের বিরুদ্ধে একটি দুই বছরের সাজার ওয়ারেন্ট, দুটি ছিনতাই মামলার ওয়ারেন্ট ও ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।