আগামী ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৪টি ডিসিপ্লিনকে চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
দলগত খেলায় বাংলাদেশ অংশ নিবে ফুটবল (পুরুষ), হকি (পুরুষ), কাবাডি (পুরুষ ও নারী), বাস্কেটবল ও বীচ ভলিবলে। ব্যক্তিগত ডিসিপ্লিনে বাংলাদেশ ক্রীড়াবিদরা অংশ নিবেন অ্যাথলেটিক্স, সুইমিং, আরচ্যারি, গলফ, শ্যুটিং, ব্রীজ, ভারোত্তলন, রেসলিং এবং রোইংয়ে।
এশিয়ান রোয়িং ফেডারেশনের অনুরোধে এশিয়ান গেমসে বাংলাদেশের একজন রোয়ার অংশ নিবেন। ১৪ টি গেমসে ক্রীড়াবিদ,প্রশিক্ষক এবং কর্মকর্তা মিলে বাংলাদেশ ক্রীড়া দলের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ১৪৪ জন। শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।