১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বিয়ে করছেন আদিত্য নারায়ণ ও সংগীতশিল্পী নেহা কক্কর। এমনটাই জানিয়েছেন নেহার ভাই টনি কক্কর। তাদের বিয়ের কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। আদিত্য নারায়ণ উপমহাদেশের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে।
সম্প্রতি টনি কক্করের একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে আদিত্যকে নিয়ে গিয়েছিলেন নেহা। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন ভাই-বোন জুটি (নেহা ও টনি)। তবে মিউজিক ভিডিওটির দৃশ্যে নেহার সঙ্গে আদিত্যকেও দেখা যাবে।