ডিএমপি নিউজঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট আমাদের আচ্ছনতার দিন। সব হত্যাকাণ্ডের নৃশংসতা ছাপিয়ে গেছে বাঙালি জাতির ইতিহাসের এ মর্মান্তিক হত্যাকাণ্ড।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ১৩ আগস্ট, ২০১৮ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই দিন ঘাতকের বুলেটের আঘাতে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মন্ত্রী বলেন, সত্যিই বড় অপরাধবোধে ভুগি। আগস্ট মাস এলেই ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ে। আগস্ট মাস এলেই বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। ১৫ আগস্ট আচ্ছন্নতার দিন। অনেকে অনেক কথা বলেন কিন্তু আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ, তা বুঝতে চান না। তাই অনেক অপ্রিয় কথা আমাদের শুনতে হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে- জাতির পিতার নাম, বঙ্গবন্ধুর নাম ততদিন বেঁচে থাকবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আলাদা করার সুযোগ নাই।
অনুষ্ঠানের মুখ্য আলোচক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, পৃথিবীর অনেক দেশ পারেনি। ৪০ বছর পর হলেও এদেশের যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। যে রাজনীতি করবে বা কেউ রাজনীতি করতে চাইলে তাকে অবশ্যই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিতে হবে।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বলেন, স্যোসাল মিডিয়ায় যত গুজব রটিয়ে ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশ পুলিশ তা হতে দিবে না।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম(বার) তার বক্তব্যে বলেন, এ জাতি সত্ত্বার সৃষ্টি ও বিকাশ বঙ্গবন্ধুর হাতে। কিন্তু কিছু কুলাঙ্গার তাকে নির্মমভাবে হত্যা করে আমাদেরকে যুগের পর যুগ পিছিয়ে দিয়েছে।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ’র উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এখনও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ নিবেদিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্প্রতি ছাত্র আন্দোলনে বারবার উস্কানি দিয়েও পুলিশকে বিচলিত করতে পারে নাই। এ আন্দোলনের উস্কানি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।