ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সেলিনা আক্তার।
৩ নভেম্বর ২০২১ (বুধবার) ১৯:১৫ টায় রমনা মডেল থানার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, বুধবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.০০ টার সময় কাকরাইল মোড়ে অবস্থানকালীন সংবাদ আসে যে, রমনা মডেল থানার মগবাজার মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৯.১৫ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ সেলিনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিনা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান। এ সংক্রান্তে ডিএমপির রমনা মডেল থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।