ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ শরীফুল ইসলাম (২৮)।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, সোমবার (১২ এপ্রিল, ২০২১) বিকাল ১৬.০৫ টায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর জোনাল টিম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।