ডিএমপি নিউজ: রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ একলাছ মিয়া (২৬), মোঃ শওকত আলী খান (৪৯), মোরশেদ মিয়া (২১), ও মোঃ আনোয়ার হোসেন বাবলু (৩১)।
ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটোয়ারী ডিএমপি নিউজকে জানান, ২২ ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ০৩.৫০ টায় খিলক্ষেত থানাধীন ঢাকা রিজেন্সী হোটেল সংলগ্ন ফুটওভার ব্রীজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।