১৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ নিয়াজ উদ্দিন (২৫), মোঃ আইয়ুব আলী(৪২) ও মোঃ সেলিম (৩২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র জনসংযোগ শাখা হতে জানানো হয়, ২ আগস্ট ২০১৯ বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানার বায়েজীদ বোস্তামী রোডের ষোলশহর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।