যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদেই এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (এএপিআই) বিষয়ক তার উপদেষ্টা কমিশনের ১৬ সদস্য পদত্যাগ করেছেন।
এর মধ্যে রয়েছেন বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদও। মূলত অভিবাসন, শরণার্থী ও সাত মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা নীতির কারণেই পদত্যাগ করেন তারা।
খবরে বলা হয়, এএপিআই বিষয়ক উপদেষ্টা কমিশনের ১৬ সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ট্রাম্পকে যৌথ এক চিঠি দিয়ে পদত্যাগ করেন তারা।
ট্রাম্পের কাছে লেখা চিঠিতে ১০ সদস্য বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আমরা এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চাই না, যার প্রণীত নীতি আমাদের নীতি, লক্ষ্য ও দায়িত্বের সঙ্গে বিপরীতমুখী।’
সূত্র: যুগান্তর।