ডিএমপি নিউজঃ মৌলভীবাজার জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম-মোঃ মোক্তার মিয়া (৪৫)।সে মৌলভীবাজার জেলার সদর থানার বাঘারাই থানার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া চারটার দিকে মৌলভীবাজার জেলার সদর থানার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার শয়নকক্ষে থাকা একটি সাদা রংঙের প্লাস্টিকের বস্তার ভেতরে নীল রংঙের পলিথিন দিয়ে মোড়ানো ০৪কেজি করে সর্বমোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে মৌলভীবাজর সদর থানায় মামলা রুজু হয়েছে।