একাধিক হত্যা মামলাসহ ১৬ মামলার আসামী মোঃ কাসেম ওরফে ডন কাসেম(৪০) কে গ্রেফতার করেছে ডিএমপি’র বংশাল থানা পুলিশ।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম এর নেতৃত্বে একটি দল আজ ১৭ সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দি রূপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বংশাল থানায় ১৬টি মামলার মধ্যে ৫টি হত্যা মামলা, ১০টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ও ১টি অন্যান্য ধারার মামলা রয়েছে।
গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। উল্লেখ্য, মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার কারণে এলাকায় সে ডন কাসেম নামে পরিচিত।