দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামী মোঃ শফি নামের এক ব্যক্তি। তিনি ১৯৯১ সালে কোতয়ালী থানায় অস্ত্রসহ ধরা পড়ে ছিলেন।
ওই সময় তার নামে অস্ত্র আইনে দু’টি মামলা হয়। পরবর্তী সময়ে তিনি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেন। গ্রেফতারতারের পর মোঃ শফি জানান তিনি সৌদি আরবে পালিয়ে ছিলেন।
৫ সেপ্টেম্বর, ২০১৮ চট্টগ্রামের কোতায়ালী থানা পুলিশ আন্দরকিল্লা থেকে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞ আদালত শফির নামে হওয়া অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছর ও অন্য মামলায় ৭ বছরের সাজা প্রদান করেছিল ।