ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ১৮ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলাউদ্দিন (২২) ও শাহীন আলম (২০)।
গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, ১ সেপ্টেম্বর, ২০২০ (মঙ্গলবার) ৫.৪০ টায় যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ মোড়স্থ ওয়াসার পানির পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু হয়েছে।