ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৮০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সোহেল(৩৬) ও মোঃ মিজান (৪৫)।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান পিপিএম ডিএমপি নিউজকে জানান, ২৮ মে ২০২০ বেলা ১৭:৫৫ টা খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভ্যার্টভ্যানও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা বিক্রয়ের জন্য কক্সবাজার হতে ইয়াবাগুলো ঢাকা নিয়ে আসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।