ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান করে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুরুল আমিন (৩৫), আঃ আজিজ (২৭), মোঃ রফিক উদ্দিন (৩১) (ড্রাইভার), মোঃ গিয়াস উদ্দিন (৩৭) ও আব্দুর শুকুর (৩২)। এ সময় তাদের নিকট হতে একটি ০৫ টনী ট্রাকসহ (রেজিঃ নং-ঢাকা মেট্রো ট-২২-৪৭৪৪) ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ১ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১০.১৫ টায় দারুস সালাম থানাধীন নিউ ধান সিড়ি রেষ্টুরেন্ট, ৬০ গাবতলী মাজার রোডে রাস্তার উপর অবস্থানরত একটি ০৫টনী ট্রাক তল্লাশী করে গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম। ট্রাকটি তল্লাশী করে ট্রাকের মধ্যে অভিনব কায়দায় রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য রাখার দায়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফ হতে ট্রাকের সামনের বাম পাশের চাকার মাটঘাটের সামনে বিশেষ কায়দায় বানানো বক্সের ভেতরে ইয়াবা নিয়ে এসে ঢাকা শহরসহ পাশ্ববর্তী জেলা সরবরাহ করে থাকে।
এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।