ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ ইকবাল হোসেন @ টুকু (৪৫)। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার ডাউকোনা গ্রামে। বর্তমানে তার বাসা দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
০৮ আগস্ট,২০১৭ সকাল ০৮.১০ টায় দক্ষিণ যাত্রাবাড়ীর দাদা মৎস্য বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের মাছের বিট হতে তল্লাশী করে ৫টি ককশিটের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা উল্লেখিত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতসহ তার আরো অন্যান্য সহযোগীরা মিলে ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্তস্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।