রাজধানীর উত্তরা হতে ১৯৮ টি সীমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী রুহুল আমিন(৪৭) কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানানো হয়, ২২ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ১৯.০৫টায় উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরের ৩/বি নং রোডের ১০ নং বাড়ীর ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে রুহুলকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তার ভাড়া বাসার রান্না ঘর সংলগ্ন স্টোর রুম হতে ১টি ৩২ পোর্ট বিশিষ্ঠ VOIP মেশিন যার গায়ে ইংরেজিতে Add Pac লেখা আছে, যার মডেল AP-GS3200, ১টি ৩২ পোর্ট বিশিষ্ঠ VOIP মেশিন যার গায়ে ইংরেজিতে Add Pac লেখা আছে, যার মডেল AP-GS3000, ১টি QUBEE মডেম যার রং সাদা, ১টি সাদা রংয়ের ROUTER BOARD, ১টি কালো রংয়ের ক্যাচিং বিশিষ্ঠ CPU যার CD-ROM এ SAMSUNG লেখা আছে, ১টি কালো রংয়ের PHILIPS মনিটর যার বাম পাশের উপরের কোনায় ইংরেজিতে 192E লেখা আছে, ১টি কালো রংয়ের DELL কোম্পানীর ল্যাপটপ যার পিছনে INSPIRON-N4050 এবং MADE IN CHINA লেখা আছে, ১টি গ্রে কালারের HP মডেল এর ল্যাপটপ, ১টি বাংলালিং কোম্পানীর সাদা রংয়ের মডেম, ৮০টি AIRTEL কোম্পানীর সচল সিম কার্ড যাহা বিভিন্ন নম্বরের, ১১৮টি TELETALK মোবাইল অপারেটর এর বিভিন্ন নম্বর বিশিষ্ট সিম কার্ড, ১টি কালো ও আকাশী রংয়ের WALTON মোবাইল যার মডেল নং- L10 সিম কার্ড বিহীন, ১টি কালো রংয়ের সিম কার্ড বিহীন SYMPHONY মোবাইল সেট যার মডেল নং- V14 এবং VOIP সহ ল্যাপটপ/কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহৃত ক্যাবল উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন খান বলেন, গ্রেফতারকৃত রুহুল উক্ত ভিওআইপি মালামাল ও ব্যবসা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কাগজ পত্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিটিআরসির অনুমতি দেখাতে পারেনি।
গ্রেফতারকৃত রুহুলসহ তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।