রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৯টি মাদক মামলার আসামি, চিহ্নিত পেশাদার মাদক কারবারি আজগর (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ৪:১০ ঘটিকায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার একটি টহল টিম সোমবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লকের গলিতে মাদক বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি বিকেল ৪:১০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আজগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আজগর একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারকৃত আজগরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।