চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য দেশে দেশে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। দক্ষিণ আফ্রিকাও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গ্রহণ করেছে সতর্কতামূলক ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছিল ধর্মীয় উপাসনালয়গুলো।
করোনা কমান্ড কাউন্সিল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
জাতির উদ্দেশে তিনি বলেন, উপাসনালয়গুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১ জুন থেকে উপাসনা করা যাবে। তবে ৫০ জনের বেশি লোক প্রার্থনায় জড়ো হতে পারবে না। এছাড়াও উপাসনালয়গুলোতে প্রার্থনার পূর্বে এবং পরে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক করতে হবে।