ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ রোমান খাঁন ও মোঃ সুবেল ভূইয়া।
মঙ্গলবার রাত ১০:৫০ টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে জানান, কয়েকজন ব্যক্তি রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোমান ও সুবেলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।