ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃতরা হল-মোঃ ওয়াহিদুল ইসলাম (২৪) ও মোঃ সাইফুল ইসলাম (২৭)।
২০ আগস্ট, ২০১৮ তারিখ রাত ১১.১৫ টায় সিটিটিসি’র ফেইক কারেন্সী নোট টিম যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত হতে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।