২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট এবং ২০১৬-১৭ সালের সংশোধিত বাজেট অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের আগে তিনি এই অনুমতি প্রদান করেন।
রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে তাঁর অফিসে এই বাজেটে অনুমোদন করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থনৈতিক বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে উপস্থিত হলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।