বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে এসেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। কিন্তু বছর না ঘুরতেই পিএসজি ছেড়ে রিয়ালে তার যোগদানের গুঞ্জন শুরু হয়। এবার সেই গুঞ্জনে আরেকটু ঘি ঢালল ডেইলি মিররের খবর।
স্প্যানিশ একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তারা জানিয়েছে, ২০১৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন নেইমার। আর এ বিষয়ে রিয়ালের সঙ্গে নাকি ইতোমধ্যেই মতৈক্যে পৌঁছেছেন পিএসজির প্রাণ ভোমরা। সে হিসেবে আর মাত্র ১৮ মাস পরে রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।
এদিকে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেইমার ও এমবাপ্পে দু’জনকেই দলে ভেড়ানোর পরিকল্পনা ব্যক্ত করেছেন।
তবে নেইমার প্রকৃতপক্ষেই পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি দিবেন কিনা সেটা সময়ই বলে দিবে।