রাজধানীর মহাখালীতে যাত্রা শুরু করলো স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। নবনির্মিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ারে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেক কেটে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন এই সিনে থিয়েটার উদ্বোধন করেন ঢাকাই সিনেমার তারকা নায়ক-নায়িকারা।
উদ্বোধন এর সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও সাংসদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ২০ অক্টোবর থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, ‘রবিবার (২০ অক্টোবর) থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন। নতুন এই সিনেপ্লেক্স মহাখালী ও এর আশে-পাশের দর্শকদের জন্য নতুন মাত্রা যোগ করবে। পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’
প্রসঙ্গত, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’।