ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁও থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজিবর রহমান (৫১) ও মোঃ রাজন (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২০) গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি উদ্ধার প্রতিরোধ টিম খিলগাঁও থানাধীন খিলগাঁও চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত হতে ০১(এক)টি প্রাইভেট কার ও ০১(এক)টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।