ডিএমপি নিউজঃ রাজধানীর মুগদা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১২৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোসাঃ মরিয়ম বেগম ওরফে সেলি ও মোছাঃ আছিয়া বেগম।
বুধবার (২৪ আগস্ট ২০২২) দিবাগত রাত ১:০৫ টায় মুগদা থানার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম ডিএমপি নিউজকে জানান, সিএনজিযোগে দুইজন মাদক কারবারি মুগদা থানার টিটিপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে গাঁজা ও ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ কেজি গাঁজা ও ১২৭ বোতল ফেন্সিডিলসহ মরিয়ম ও আছিয়াকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহন কাছে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।