রাজধানীর জিগাতলা এলাকা থেকে ২০ টি মাদক মামলার আসামী মাদক কারবারি মোঃ ফালান সিকদার (৫৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। ফালানের সাথে আরেক মাদক কারবারি মোঃ খায়রুল (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানানো হয়, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে জিগাতলার গাবতলা মসজিদের সামনের রাস্তায় দুই ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টায় সেখানে অভিযানে পরিচালনা করে মোঃ ফালান সিকদার ও মোঃ খায়রুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ফালানের লুঙ্গির কোচ থেকে ৩০ পিস ইয়াবা ও খায়রুলের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানানো হয়, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত ফালান সিকদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএমপির হাজারীবাগ থানায় ১৭টি, ধানমন্ডি থানায় ২টি ও শাহ আলী থানায় ১টি মামলা রয়েছে।