ডিএমপি নিউজঃ রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির (৩৮) ও মোঃ সাহাবুদ্দিন (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে মনির রংপুরের কাউনিয়া থানার ঠাকুরদেশ ও সারাই ডারারপাড়ার মৃত সামছুল হকের ছেলে এবং সাহাবুদ্দিন বরিশালের হিজলা থানার কালিকাপুর শিকদার বাড়ির নাদের বক্স সিকদারের ছেলে। সাহাবুদ্দিন বর্তমানে নারায়নগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় বসবাস করে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের দিকে সবুজবাগ থানার বৌদ্ধমন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (পূর্ব) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ২০ লক্ষ জাল টাকা নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জাল টাকা তৈরির সরঞ্জামাদিগুলোর মধ্যে রয়েছে, ১০০০ ও ৫০০ টাকার জাল নোট তৈরির কাঠের বডি দিয়ে তৈরি স্ক্রিন, ১টি প্রিন্টার ও Epson ব্রান্ডের বিভিন্ন রঙ্গের ১৮টি কার্টিজ।
গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে নকল পত্রমুদ্রা বা ব্যাংক নোট প্রস্তুত করে সেগুলো বাজারজাত করত।
তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে।