ভারতের ৩৩ বছরের যুবক থানেদার সিংহ কুশওয়াহা। তার পেশা পকেটমার। তবে তিনি যেনতেন পকেটমার না। ২০ হাজার টাকা নিচে তিনি পকেট মারেন না। অস্ত্র বলতে একটা সেভিং ব্লেড। আর তার এক টানেই পকেট সাফ!
সোমবার তাকে গ্রেফতার করেছে ভারতের রেলওয়ে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭ লক্ষ অর্থমূল্যের সোনার গয়না ও নগদ১৩ লক্ষ টাকা।
জিআরপি পুলিশের এক কর্মর্তা জানিয়েছেন, ২০ হাজার টাকার নীচে কখনও পকেট মারেন না কুশওয়াহা। বছরের পর বছর এমন কাজ করেই বিপুল সম্পত্তি করেছেন। থাকেন তেলঙ্গানার চন্দ্রনগরের মতো অভিজাত এলাকায়। তাকে মাসে বাড়ি ভাড়াই গুনতে হয় ৩০ হাজার টাকা। দুই সন্তানকে পড়ান আন্তর্জাতিক স্কুলে। প্রত্যেকের জন্য বছরে খরচ হয় দু’লক্ষ টাকা।
তিনি আরো জানান, মূলত উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা কুশওয়াহা ২০০৪ সাল থেকে ট্রেনে ট্রেনে পকেটমারি করে বেড়াচ্ছেন। ‘‘লোকাল ট্রেনে নয়, রীতিমতো ছক কষেই টিকিট কেটে দূরপাল্লার ট্রেনে উঠতেন তিনি। প্রতি মাসে এ রকম আটটি ট্রিপে বেরোতেন। তবে প্রতি ট্রিপ থেকেই যাতে কমপক্ষে হাজার বিশেক টাকার জিনিসপত্র হাতিয়ে নেওয়া যায়, সেই চেষ্টায় থাকতেন কুশওয়াহা। তার বিরুদ্ধে চারশোর বেশি মামলা ঝুলছে।