ডিএমপি নিউজঃ রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতের নাম, মোঃ সোহাগ (২৮)। তার হাতে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রবিবার, ৩১ ডিসেম্বর’১৭ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ডিবি (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম দারুস সালাম থানার সোহরাব পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সোহাগ চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।