ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২১টি মোবাইলসহ ছিনতাই চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সাগর আহম্মেদ, মোঃ জাকির হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ ওমর হোসেন, মোছাঃ ইতি আক্তার ও মোছাঃ সাথি আক্তার|
২ ফেব্রুয়ারি (বুধবার) দিনভর ডেমরার কোনাপাড়া ও তার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে জানান, গত জানুয়ারির ৫ তারিখে তুরাগের কামারপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি তুরাগ থানায় একটি মামলা হয়। দায়িত্বাধীন এলাকা হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার কোনাপাড়া এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের জাকির, ইমরান, ওমর, ইতি ও সাথি নামের ছয়জনকে গ্রেফতার করা হয়|
গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু, ছিনিয়ে নেয়া ২১টি মোবাইল ও ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো উল্লেখ করেন, এ অভিযানে গত ২০ জানুয়ারি দিবাগত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জনৈক মোঃ শফিকুল ইসলাম ও তার বন্ধু টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের সামনে থেকে আরকেআর পরিবহন নামক একটি বাসে ডাকাতির কবলে পড়ে মোবাইলটি লুন্ঠিত হয়। উক্ত মোবাইলসহ লুন্ঠনকালে ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে আসামীদের বিকাশকৃত মোবাইল সেটও রয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) বদরুজ্জামান জিল্লু বিপিএম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।