ডিএমপি নিউজ: চট্টগ্রামের বাকলিয়া থানার আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ২১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলমগীর হোসাইন(২২), মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও রেজাউল করিম (৩৭)।
সিএমপির গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, তাঁর নেতৃত্বে একটি দল ১৮ নভেম্বর, ২০১৯ রাত সাড়ে আটটায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তিনি বলেন, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।