আগামী ২১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মেট্রোপলিটন সিটির ’ক্লাব মনটানা ভিস্তা’র রয়্যাল পাভিলিয়ন প্রাঙ্গনে ৬ষ্ঠ উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার রংপুর চেম্বার অডিটোরিয়মে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে উক্ত সভায় ষষ্ঠ উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজক সংগঠন ’কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্টি (সিআইআই)’এর বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য সম্মেলন বিষয়ে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যগনের বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ ও বিশিষ্ট শিল্পপতিগন অংশগ্রহন করেন।
চর্তুদেশীয় আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ- ভারত-নেপাল- ভুটান (বিআিইএন) ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে সিআইআই এর উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি নগরীতে প্রতিবছর উক্ত বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।-বাসস