তৃতীয়বারের মতো রাজধানীতে আয়োজন করছে এইসঅনলাইনডটস্টোর প্রেজেন্টস বিডি হিপ হপ ফেস্ট ২০১৭। এ কবির আর গ্রুপ এর নতুন প্রতিষ্ঠান উচ্চমানের লাক্সারি ব্রান্ডের ওয়েবপোর্টাল এইস অনলাইনডট স্টোরের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
আগামী ২১ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এর এক্সপো জোনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত একটানা চলবে।
এবারও দেশের মেধাবী হিপ হপ শিল্পীদের মধ্যে রাজত্ব, জালালী সেট, বাংলা মেন্টালজ, বিশাল, ডি হাজ, দর্পণ আরভিএস অ্যান্ড রাকজো ও গ্রিনকোস্ট র্যাপ, ব্লু পপারস ও বি-বটস বি-বয় ড্যান্স, শন সিজি, টি রেজা বিটস, জেড সিজি ও সিজিল নোভা বিট বক্সিং, হেলিওস ফায়ার স্পিনিং এর পরিবেশনার পাশাপাশি থাকছে একটি আকর্ষনীয় হিপ হপ ফ্যাশন শো।
অনুষ্ঠানের ডিস্ক জকি হিসেবে থাকছে ডিজে রিয়ন, ডিজে জি ও ডিজে জারবার্ক। এবারের ফেস্টে প্রবেশের জন্য দর্শকদের কোন টিকেটের প্রয়োজন নেই।