২২জন ভারতীয় নাবিকসহ মাঝ সমুদ্রে রহস্যজনকভাবে উধাও একটি তেলের ট্যাঙ্কার৷ পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে উধাও হয়ে যায় এই ভেসেলটি৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪৮ঘন্টা ধরে চলছে উদ্ধারকাজ৷ কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি ওই জাহাজটি৷ ২২জন ভারতীয় নাগরিক ছাড়াও ওই ট্যাঙ্কারে ছিল ১৩হাজার ৫০০টন গ্যাসোলিন৷ প্রতি টন গ্যাসোলিনের মূল্য প্রায় ৬০০ডলার৷
উল্লেখ্য, এই ভেসেলটির নাম MT Marine Express৷ সাম্প্রতিক কালে এই নিয়ে দু’টি জাহাজ মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ওই এলাকায়৷ জলদস্যুরা ওই ভেসেলটি হাইজ্যাক করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ গত মাসেও এই ভাবেই একটি ভেসেল নিখোঁজ হয়ে যায় পশ্চিম আফ্রিকার উপকূল থেকে৷
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ট্যাঙ্কারটির দাম প্রায় ৫২কোটি টাকা৷ গত ৩১জানুয়ারি স্থানীয় সময় রাত ৬.৩০টার সময় শেষ সিগনাল এসেছিল ওই ভেসেলটি থেকে৷ পরের দিন দুপুর ২.৩৬অবধি স্যাটেলাইট থেকে জাহাজের সর্বশেষ পরিস্থিতি দেখা গিয়েছে৷