ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সোহেল, মোঃ ময়নুল ওরফে ময়নাল ও মোঃ বিকাশ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের মিরপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।